আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে চেনা রূপে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলকে বিদায় বলার আগে ৯ ম্যাচে তুলেছিলেন ১৪ উইকেট। ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারিও। এরপর দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষেও ছিলেন সফল। চতুর্থ টি-টোয়েন্টিতে ১৯ রানে ৩ উইকেট তুলেছিলেন। শেষ ম্যাচে দল হারলেও মুস্তাফিজ ছিলেন কিপটে। এমন দুর্দান্ত ছন্দে থাকা মুস্তাফিজকে তাই আগেভাগেই দলে টেনেছে এলপিএলের দল ডাম্বুলা থান্ডার্স।
এলপিএলের নিলামে নাম দিলেও নিলাম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়নি মুস্তাফিজকে। তার আগেই লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্স দলে টেনেছে মুস্তাফিজকে। বিদেশী ক্রিকেটারদের আইকন প্লেয়ার ক্যাটাগরিতে মুস্তাফিজকে দলে টেনেছে ডাম্বুলা। যার ফলে আইপিএলের পর এবার প্রথমবারের মতো এলপিএলেও দেখা যাবে মুস্তাফিজ ঝলক।
মুস্তাফিজকে দলে টানার বিষয়টি ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘মুস্তাফিজুর রহমানকে বিদেশী আইকন প্লেয়ার হিসেবে পেয়ে ডাম্বুলা থান্ডার্স গর্বিত। ম্যাচে তার গতির চমকপ্রদ বৈচিত্র্য এবং খেলাটির প্রতি তার আত্মনিবেদন অসামান্য! গর্জন করতে প্রস্তুত হোন থান্ডার্স ভক্তরা!’
