ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

১১৫ রানেই গুটিয়ে গেল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ জুন ২০২৪, ১০:৪০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১১৫ রানেই গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র। রোববার (২৩ জুন) সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৮.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয় তারা। জয়ের জন্য ইংলিশদের দরকার ১১৬ রান। ১৯.২ ওভারের মধ্যে ইংল্যান্ড এই ম্যাচ জিতলে তাদের রানরেটের সমীকরণের সমস্যার সমাধান হয়ে যাবে। সেমিফাইনালের স্পট তখন তাদের জন্য নিশ্চিত প্রায়। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিজয়ী দল তাদের সঙ্গে এই গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পাবে।

বার্বাডোজের কেনসিংটন ওভালে ইংল্যান্ড টসে জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায়। ম্যাচে যুক্তরাষ্ট্রের ব্যাটিং কখনোই প্রভাব বিস্তার করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ রান আসে নিতিশ কুমারের ব্যাটে। ২৪ বলে ৩০ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চে ২৯ রান করেন কোরি অ্যান্ডারসন। এছাড়াও হারমীত সিং ২১ রান করে আউট হন ক্রিস জর্ডানের বলে।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন ক্রিস জর্ডান। এ ছাড়াও স্যাম কারান এবং আদিল রশিদ দুটি করে, লিয়াম লিভিংস্টোন এবং রিস টপলে নেন একটি করে উইকেট। 

এই ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেল। অভিষেক বিশ্বকাপে সহ-আয়োজক দেশটি গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে সুপার এইটে নাম লেখায়। কানাডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল তারা। পরে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের বড় চমক দেখায় যুক্তরাষ্ট্র। সেই হারেই পাকিস্তানের বিশ্বকাপ শেষ। আর সুপার এইটে খেলার যুক্তরাষ্ট্রের স্বপ্নের শুরু। 

AS
আরও পড়ুন