ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে ভারত

আপডেট : ২৫ জুন ২০২৪, ১২:২৬ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লাইন আপটা আজই চূড়ান্ত হয়ে যেতে পারতো। কিন্তু তা আর হলো না। বরং শেষ ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারের ফলে আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচটা এখন আর নিয়ম রক্ষার ম্যাচে রূপ নিতে পারছে না। বরং অন্য দলের ভাগ্য নিয়ন্ত্রক ম্যাচে রূপ নিয়েছে। পরিস্কার করে বললে অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ধারক ম্যাচ হচ্ছে এটি। পাশাপাশি বাংলাদেশ ও আফগানিস্তানের সামনে সেমিফাইনালে খেলার সম্ভাবনার দরজাটাও খোলা থাকছে। চতুর্থ সেমিফাইনালিস্ট হিসেবে নাম লেখানোর জন্য অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারত আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৫ রান করেছিল। জবাবে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৮১ রান করতে সমর্থ হয়। ২৪ রানের জয় নিয়ে ভারত পৌঁছে গেছে সেমিফাইনালে।

টস হেরে অস্ট্রেলিয়ার আমন্ত্রণে আগে ব্যাটিংয়ে রান উৎসব করেছে ভারত। সে উৎসবের নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা নিজেই। রোহিত শর্মার ব্যাটিং দেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ হয়তো নিজের হাত নিজেই কামড়েছেন। আগে ব্যাটিং না নেওয়ার কথা ভেবে ভেবে হয়তো আকুল হয়েছেন।

রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বোলারদের পাড়ার বোলারে পরিণত করেছিলেন। জস হ্যাজেলউড ছাড়া সবাইকে পিটিয়ে ছাতু করছেন। বোলাররা হয়তো রাতে দুঃস্বপ্ন দেখবেন। তবে দুর্ভাগ্য রোহিতের। সেঞ্চুরি পাননি, ৪১ বলে করেছেন ৯২। সাতটি বাউন্ডারি ও আটটি বাউন্ডারি মেরেছেন। স্টার্কের এক ওভারে রোহিত শর্মা নিয়েছিলেন ২৯ রান। আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে এর আগে কখনো স্টার্ক এমন বেধড়ক পিটুনি খাননি।

টি-টোয়েন্টিতে রোহিত শর্মার এখন রান ৪১৬৫। ভারতের মধ্যে সবচেয়ে বেশি রান তার। এমনকি টি-টোয়েন্টি ক্রিকেট সবচেয়ে বেশি রান তার। শুধু রোহিত শর্মা নয়, ভারত সব ব্যাটারই কম বেশি রান উৎসব করেছেন। সূর্যকুমার যাদব ১৬ বলে করেছেন ৩১ রান। শিভাম দুবে ২২ বলে ২৮ আর হার্দিক পান্ডের সংগ্রহ ছিল ১৭ বলে ২৭ রান। ভারতীয় ব্যাটাররা ১৭টি ওভার বাউন্ডারি মেরেছেন।

জয়ের জন্য লক্ষ্যমাত্রা ২০৬ রান। মোটেও সহজ কোনো লক্ষ্য নয়। কঠিন লক্ষ্য, আর এই কঠিন লক্ষ্যে পৌঁছাতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে তাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনাটাও আটকে থাকলো। ট্রাভিস হেড চেষ্টা করেছিলেন। খেলেছেন ৭৬ রানের ঝলমলে ইনিংস। অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন তিনি। তারা আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছিল। কিন্তু ৩৭ রান করার মার্শের বিদায়ের পর হেড গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি গড়েন। তবে এ জুটিটা নির্ভরতার প্রতীক হতে পারেননি। মাত্র ২০ রানে ম্যাক্সওয়েল আউট হয়ে গেলে অস্ট্রেলিয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। পরের ব্যাটাররা নিয়ম রক্ষার জন্য ক্রিজে এসেছেন আর ফিরেছেন।

আর্শদ্বীপ ছিলেন ভারতের সফল বোলার। ৩ উইকেট পেয়েছেন তিনি। দুই উইকেট শিকার করেছেন কুলদ্বীপ যাদব।

AS
আরও পড়ুন