ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে দ. আফ্রিকা

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৯:০৪ এএম

উড়তে থাকা আফগানিস্তানকে মাটিতে নামিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার তারোউবাতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১.৫ ওভারে আফগানিস্তানের করা ৫৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৮.৫ ওভারে ৯ উইকেটে জয় তুলে নেয়।

শুরুতেই কুইন্টন ডি ককের (৫) উইকেট হারালেও জয় পেতে প্রোটিয়াদের কোনো দুঃশ্চিন্তা করতে হয়নি। রেজা হেনড্রিকস ও এইডেন মার্করাম চমৎকার ব্যাটিং করে দলকে জয় এনে দেন।

সকালে টস জয়ের পর ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান প্রোটিয়া বোলারদের তোপে পড়ে। একের পর এক উইকেট হারাতে থাকে। অবস্থা এমন পর্যায়ে চলে যায় সর্বনিম্ন রানের স্কোর গড়ার আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত ৫৬ রান করে তারা।

আফগানিস্তানের রান অনেকটা টেলিফোন নাম্বারের মতো হয়েছে। একের পর এক উইকেট হারিয়েছে। একমাত্র আজমাতুল্লাহ ওমরজাই নিজের রানকে দুই অংকে নিতে সমর্থ হন। খুব বেশি রান করতে পারেননি। মাত্র ১০ রান করেছেন। অন্যরা ক্রিজে এসেছেন আর ফিরেছেন। তিন ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি।

আফগানিস্তানের সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। ১৩ রান এসেছে এ খাত থেকে।

দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও তাবরিজ শামসি ছিলেন সফল বোলার। উভয়ে তিনটি করে উইকেট পেয়েছেন। তবে শামসি মাত্র ৬ রানে তিন উইকেট পান। ইয়ানসেনের খরচ ১৬ রান। কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া দুটো করে উইকেট পান।

MB/FI
আরও পড়ুন