টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চরমভাবে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। সুপার এইটে উঠতে ব্যর্থ হয় দলটি। গ্রুপ পর্বের চার ম্যাচের মাত্র একটিতে জয় পায় তারা। এ ব্যর্থতার কারণে দলটির প্রধান কোচ ক্রিস সিলভারউড পদত্যাগ করেছেন। বৃহষ্পতিবার (২৭ জুন) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পদত্যাগের কারণ হিসেবে সিলভারউড জানান, আন্তর্জাতিক কোচ হওয়ার কারণে অনেক সময় দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকতে হয়। আমার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছি। পরিবারকে সময় দেওয়ার জন্য আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি।
সিলভারউড আরও জানান, দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য খেলোয়াড় ও শ্রীলঙ্কার ম্যানেজমেন্টের সবাইকে ধন্যবাদ। তাদের সহযোগিতা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব হতো না। তাদের সঙ্গে কাজ করাটা আমার জন্য ছিল গর্বের বিষয়। দলটির সঙ্গে যে আনন্দময় স্মৃতি রয়েছে তা আমার অনেকদিন মনে থাকবে।
সিলভারউডের দায়িত্ব পালনকালে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি এশিয়া কাপ জয় করেছে। ২০২৩ সালে ৫০ ওভারের এশিয়া কাপের ফাইনালে উঠেছে। এ ছাড়া দেশে ও দেশের বাইরে তারা একাধিক দ্বি-পাক্ষিক সিরিজ জয় করেছে।
