টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৭ রানে। দেশবাসীর আশা পূরণ করেছে দলটি। ম্যাচ শেষে দলটির সহ-অধিনায়ক হার্দিক পাণ্ডে বলেছেন, পুরো দশে যা চেয়েছিল আমরা তা পূরণ করেছি।
হার্দিক পান্ডে বলেন, এ জয় বিশাল কিছু। এটা খুবই আবেগঘন ব্যাপার। আমরা এর জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু কোথায় যেন একটা শূন্যতা ছিল। কিন্তু আজ এমন একটা দিন যেখানে পুরো জাতি যা চেয়েছিল আমরা তা করতে পেরেছি। ফলে অনেকেই আমাদের সমর্থন দিয়েছে।
পাণ্ডে বলেন, আমরা শিরোপা জিততে পারবো এ বিশ্বাস আমাদের ছিল। আমরা সেভাবে কাজ করেছি। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছি। মাঠে শান্ত থেকেছি, চাপটা তাদের ওপর আসার জন্য অপেক্ষা করেছি। এ জন্য অবশ্য জাসপ্রিত বুমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে শেষ ৪/৫ ওভার বোলিং যারা করেছে তাদের সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ওই কয়েক ওভারে খেলা পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে এ ধরণের ম্যাচে এ ধরণের সুযোগ কাজে লাগানো আসল কথা।
পান্ডে আরও বলেন, আমি জানতাম আমরা যদি শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে না পারি তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না।
ম্যাচ শেষ কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে পান্ডে বলেন, তার অধীনে আমরা শিরোপা জয় করতে পেরেছি- এটা দারুণ ব্যাপার। তিনি একজন চমৎকার মানুষ। তার সঙ্গে কাজ করাটা আমি উপভোগ করি। তার বিদায়ের আগে এমন একটা উপহার দিতে পারায় আমার ভালো লাগছে। শিরোপা জয়ের মাঝ দিয়ে তার কোচিং শেষ হচ্ছে তা একটা দারুণ ব্যাপার। গত তিনটা বছর কোচিং স্টাফের সবাই একে অপরের অংশ হয়ে গিয়েছিল।
হার্দিক পান্ডে বলেন, এ জয় বিশাল কিছু। এটা খুবই আবেগঘন ব্যাপার। আমরা এর জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু কোথায় যেন একটা শূন্যতা ছিল। কিন্তু আজ এমন একটা দিন যেখানে পুরো জাতি যা চেয়েছিল আমরা তা করতে পেরেছি। ফলে অনেকেই আমাদের সমর্থন দিয়েছে।
পাণ্ডে বলেন, আমরা শিরোপা জিততে পারবো এ বিশ্বাস আমাদের ছিল। আমরা সেভাবে কাজ করেছি। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছি। মাঠে শান্ত থেকেছি, চাপটা তাদের ওপর আসার জন্য অপেক্ষা করেছি। এ জন্য অবশ্য জাসপ্রিত বুমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে শেষ ৪/৫ ওভার বোলিং যারা করেছে তাদের সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ওই কয়েক ওভারে খেলা পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে এ ধরণের ম্যাচে এ ধরণের সুযোগ কাজে লাগানো আসল কথা।
পান্ডে আরও বলেন, আমি জানতাম আমরা যদি শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে না পারি তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না।
ম্যাচ শেষ কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে পান্ডে বলেন, তার অধীনে আমরা শিরোপা জয় করতে পেরেছি- এটা দারুণ ব্যাপার। তিনি একজন চমৎকার মানুষ। তার সঙ্গে কাজ করাটা আমি উপভোগ করি। তার বিদায়ের আগে এমন একটা উপহার দিতে পারায় আমার ভালো লাগছে। শিরোপা জয়ের মাঝ দিয়ে তার কোচিং শেষ হচ্ছে তা একটা দারুণ ব্যাপার। গত তিনটা বছর কোচিং স্টাফের সবাই একে অপরের অংশ হয়ে গিয়েছিল।
