অন্যরকম এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। সেই রেকর্ড উইকেট শিকারের নয়, মেডেন পাওয়ার। চার ছক্কার টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৬ বলে রান না দেওয়ার কাজটি কঠিন থেকে কঠিনতর। সেখানে আমির মোহাম্মদ পেসার হিসেবে সবচেয়ে বেশি মেডেন ওভার করার কীর্তি গড়েছেন।
পাকিস্তানি বা হাতি এ পেসার বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন। তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। গত ১১ সেপ্টেম্বর বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে তিনি একটি মেডেন নিয়েই ভারতের ভুবনেশ্বর কুমারকে ছাড়িয়ে গেছেন। ৩০২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে আমিরের মেডেনের সংখ্যা ২৫। এই সিপিএলেই ভুবনেশ্বরকে ছুঁয়েছিলেন।
৩০২ ম্যাচের টি-টোয়েন্টিতে আমির ১০৮৫ ওভার বল করেছেন। ভারতীয় পেসার ২৮৬ ম্যাচে বোলিং করেছেন ১০৩৪ ওভার।
আমির পেসারদের মধ্যে সবচেয়ে বেশি মেডেন নেওয়ার রেকর্ড গড়লেও সবার উপরে আছেন আরও দুজন। তাদের একজন বাংলাদেশের সাকিব আল হাসান ও ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন। সাকিব আল হাসান ৪৪৪ ম্যাচে ২৬টি মেডেন ওভার করেছেন। নারাইন ৫২৩ ম্যাচে মেডেন করেছেন ৩০।
