মুলতান টেস্টে রেকর্ডের ডালি নিয়ে বসেছে সফরকারী ইংল্যান্ড। স্বাগতিক দল তিন সেঞ্চুরিয়ানের কল্যাণে রানের পাহাড়ে চড়েছিল। কিন্তু চতুর্থ দিন শেষে তাদের ৫৫৬ রানের পাহাড় এখন মামুলি মনে হচ্ছে। সফরকারী ইংল্যান্ডের দুই সেঞ্চুরিয়নের ব্যাটিং তাণ্ডবে একের পর এক রেকর্ড হয়েছে। ৭ উইকেটে ৮২৩ রান করে তারা ইনিংসের সমাপ্তি টানে। জবাবে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করেছে।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের ইনিংস ৯৫২/৬। ১৯৯৭সালের ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার এই রান করেছিল। ইংল্যান্ড তাদের এই রেকর্ডকে শঙ্কায় ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার রেকর্ড অক্ষত রয়েছে ঠিকই তবে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ দলীয় ইনিংসের চতুর্থ স্থানটি নিজেদের দখলে নিয়েছে ইংল্যান্ড। অবশ্য দ্বিতীয় ও তৃতীয় স্থানটিও তাদের। এর আগে ইংল্যান্ডের সর্বোচ্চ দুই ইনিংস ৯০৩/৭ ও ৮৪৯ রান। দুটোই প্রায় শত বছর আগের। প্রথমটি করেছিল ১৯৩৮ সালে, প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। আর দ্বিতীয়টি করেছিল ১৯৩০ সালে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
দলীয় ইনিংসের পাশাপাশি জুটিতে একটা কীর্তিও গড়েছে ইংল্যান্ড। জো রুট ও হ্যারি ব্রুক চতুর্থ উইকেটে ৪৫৪ রানের জুটি গড়েন। যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের তালিকায় এটি চতুর্থ স্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের করা ৬২৪ রান। ২০০৬ সালে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ রান করেছিল।
হ্যারি ব্রুক ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন। ৩১৭ রানের ইনিংস খেলেছেন তিনি। সর্বোচ্চ রানের ইনিংস লিননার্ড হুটনের। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৩৬৪ রানের ইনিংস খেলেছিলেন।
রেকর্ডের তালিকায় জো রুটও স্থান পেয়েছেন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান এখন তার। ১৪৭ ম্যাচে ১২৬৬৪ রান রুটের। সবচেয়ে বেশি রানের তালিকায় এখন তিনি পঞ্চম স্থানে। তার আগের রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার (১৫৯২১), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩৩৭৮), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩২৮৯) ও ভারতের রাহুল দ্রাবিড় (১৩২৮৮)।
