ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেঙ্গালুরু টেস্ট

নিউজিল্যান্ডকে ১০৭ রানের টার্গেট ভারতের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পিএম

জমে উঠেছে বেঙ্গালুরু টেস্ট। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা দূরে ঠেলে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেছে স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে স্বাগতিক দল মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল। জবাবে নিউজিল্যান্ড ৪০২ রান করেছিল। ৩৫৬ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করে নিউজিল্যান্ডকে ১০৭ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলেও মাত্র চারটি বল মোকাবেলা করার সুযোগ পেয়েছে। আলো স্বল্পতার কারণেই আগেভাগে খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।

প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডার ব্যাটাররা ব্যাটিং দ্যুতি ছড়িয়েছেন। বিশেষ করে মিডল অর্ডারের দুই ব্যাটার সরফরাজ খান ও ঋষভ পন্তের ব্যাট আলো ছড়িয়েছে। তবে দুর্ভাগ্য পন্তের, সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সেই কাঙ্খিত তিন অঙ্কের রানের দেখা পাননি। নার্ভাস নাইনটিজে আউট হয়েছেন তিনি। তবে যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষন সফরকারী বোলারদের নাভিশ্বাস উঠিয়েছেন। ১০৫ বলে করেন ৯৯ রান। নয়টি বাউন্ডারির পাশাপাশি পাঁচটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।

অন্যদিকে সরফরাজ খান করেছেন ১৫০ রান। সরফরাজ তার ইনিংসটি সাজিয়েছিলেন ১৮টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারিতে। সরফরাজ ও ঋষভ চতুর্থ উইকেট জুটিতে ১৭৭ রান করে।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও উইলিয়াম ও’ রোর্ক তিনটি করে উইকেট নেন। দুই উইকেট নেন আজাজ প্যাটেল।

SN
আরও পড়ুন