পুনে টেস্ট

কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে নিউজিল্যান্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম

প্রথম ইনিংসে সাত উইকেট নিয়ে ভারতের মুখে হাসি ফুটিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তার ঘূর্নিতে কুপোকাত হয়েছিল সফরকারী কিউই ব্যাটাররা। ২৫৯ রানে অলআউট হয়। তবে নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনারের জবাবটা ছিল আরো দুর্দান্ত। স্যান্টনারও ৭ উইকেট শিকার করেন। ভারতের ইনিংস শেষ হয় মাত্র ১৫৬ রানে। পুনে টেস্টে ভারত প্রথম ইনিংস ১০৩ রানে পিছিয়ে পড়ে। দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে তৃতীয়দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৯৮ রান করে। ম্যাচে তারা এগিয়ে ছিল ৩০১ রানে। এই ইনিংসেও সুন্দর ৪ উইকেট শিকার করেছেন। ম্যাচে তার শিকার সংখ্যা দাড়ালো ১১ উইকেট।

চতুর্থ ইনিংসে এই ম্যাচ জেতার জন্য ভারতের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতে ১২৩ রানে ৪ উইকেট হারালেও ওপেনার টম ল্যাথামের ৮৬ রানের সুবাদে বড় স্কোরের পথেই রয়েছে। 

ওয়াশিংটন সুন্দর ৭ উইকেট নিয়েছিলেন ৫৯ রান। অন্যদিকে স্যান্টনারের খরচ হয়েছে ৫৩ রান। ওয়াশিংটন সুন্দরের উইকেট শিকার শুরুটা হয়েছে দেরিতে। ফলে নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটাররা দলকে বেশ রান এনে দেন। ওপেনার ডেভন কনওয়ে করেন ৭৬ রান। রাচিন রাবিন্দ্র দলকে এনে দেন ৬৫ রান। তাছাড়া লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে ক্রিজে আসা মিচেল স্যান্টনার মূল্যবান ৩৩ রান করেন।

 সান্টনার শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ফলে তাদের শুরুটা তেমন একটা সমৃদ্ধ হয়নি। রবীন্দ্র জাদেজা তাদের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩৮ রান করেন তিনি। এছাড়া যজস্বী জয়সাল ও শুভমান গিলের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ রান। উভয়ে ৩০ রান করেন।

 

AHA/WA
আরও পড়ুন