ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাবিনাদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৬ এএম

স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় কাঠমান্ডুর হোটেল সলটি থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। 

দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন সাবিনা, মনিকা-ঋতুপর্ণারা। সাবিনাদের বরণ করে নেয়ার জন্য প্রস্তুত ছাদখোলা বাস। ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিছুক্ষণ পর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে বাসটি। সাবিনারা ছাদ খোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবে। 

বাস প্রস্তুত থাকার বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, আমাদের ছাদখোলা বাসটি আগের বানানো। আগে চারটি গাড়ির মধ্যে একটি গাড়ি আজকে সাফ বিজয়ীদের আনতে যাবে। বাফুফে আমাদেরকে বলামাত্র আমরা গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেছি। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো শুধু গাড়িতে স্টিকার লাগিয়েছে। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোক আছে, বাফুফের লোকজন আছে। গাড়িটি আন্তর্জাতিক বাস ডিপোতে প্রস্তুত আছে।

AHA/FI
আরও পড়ুন