ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সামনেই নারী বিশ্বকাপ ক্রিকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে পরপর ৬টি ম্যাচ জিততে হবে টাইগ্রেসদের।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১:৫৭ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ নারী দল। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

সামনেই নারী বিশ্বকাপ ক্রিকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে পরপর ৬টি ম্যাচ জিততে হবে টাইগ্রেসদের।

উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১৩ পয়েন্ট নিয়ে এখন ৯ নম্বরে আছে। সিরিজ বাকি আছে আরও দুটি। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে হবে। 

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, শোভহানা মোস্তারি, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

আয়ারল্যান্ড একাদশ: সারাহ ফোর্বস, গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, ওরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লিয়া পল, উনা রেমন্ড-হয়ে, আর্লিন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট ও এইমি মাগুইরে। 

MB/KK
আরও পড়ুন