দারুণ সুখবর পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলার শেখ মেহেদি হাসান। প্রথমবারের মতো ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে স্থান পেলেন মেহেদি। ক্যারিয়ার সেরা রেটিং এগিয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ।
বুধবার (২৫ ডিসেম্বর) ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায়, টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন মেহেদি। তার ঠিক পরেই তাসকিনের নাম। এছাড়া সেরা পঁচিশের মধ্যে আছেন রিশাদ ও হাসান। এই চার জনের পাশাপাশি তানজিম হাসানও উঠেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।
বিপক্ষে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে উঠেছেন মেহেদি। তার নামের পাশে ৬৩৬ রেটিং পয়েন্ট। তাসকিনও এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং নিয়ে তিনি এখন ১১ নম্বর। রিশাদ ২১ ধাপ এগিয়ে এখন ৬২১ রেটিং নিয়ে আছেন ১৭ নম্বরে। হাসান এগিয়েছেন ২৩ ধাপ। ৫৯৭ রেটিং নিয়ে তিনি এখন ২৪ নম্বরে।
আরেক পেসার তানজিম ১৬ ধাপ এগিয়ে ৫১৭ রেটিং নিয়ে স্কটল্যান্ডের মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে ৪৫ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ায় সাত ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টি দলে এবার নাহিদ রানা
অধিনায়কের চেয়ারে লিটন, টি- টোয়েন্টি দলে রিপন