অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার ইউকেএম ক্রিকেট ওভালে বুধবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে ১৮ রানে স্কটল্যান্ডকে হারায় বাংলাদেশের মেয়েরা।
প্রথমেই টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে স্কটিশরা। ফলে ১৮ রানে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করা আনিসা আক্তার সোবা ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন চার উইকেট। তিনিই পরে ম্যাচসেরা নির্বাচিতর হয়েছেন। এছাড়াও নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিঙ্কি নেন একটি করে উইকেট।
