উইন্ডিজ সফরের এ ধাক্কার রেশ সামলে উঠতে না উঠতেই আবারও দুঃসংবাদ পেয়েছে জাতীয় নারী ক্রিকেটাররা। তাদের হেড কোচ হিসেবে হাসান তিলকারত্নের চুক্তির মেয়াদ ছিল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত। নতুন করে লঙ্কান এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে কি না তা নিয়ে চলছিল গুঞ্জন। এর মধ্যেই জানা গেল নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাসান তিলকারত্নে।
নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন লঙ্কান এই কোচ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
২০২২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের পর বাংলাদেশ নারী দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। পরের আড়াই বছরে তার অধীনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে টাইগ্রেসরা। যদিও বৈশ্বিক ইভেন্টগুলোতে আশানুরূপ সাফল্য না পাওয়ায় অসন্তুষ্ট ছিল বিসিবি।
হাসান তিলকারত্নের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে বিসিবির নারী বিভাগের ইন-চার্জ হাবিবুল বাশার ক্রিকবাজকে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই তিনি আমাদের জানিয়েছিলেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না।’ চুক্তি শেষ হলেও ক্যারিবিয়ান সফর শেষে পুরো দলের সঙ্গেই ঢাকায় ফিরেছিলেন হাসান তিলকারত্নে।
হেড কোচ পিটারের অধীনে খেলতে চান না সাবিনারা