ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোহলির রেকর্ড ভাঙলেন উইলিয়ামসন

উইলিয়ামসন ছাড়িয়ে গেলেন বিরাট কোহলিকে। সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করতে কোহলির লেগেছিল ১৬১ ইনিংস।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ এএম

ওয়ানডে অভিষেকে ম্যাথু ব্রিটজকের বিশ্বরেকর্ড গড়া ১৫০ রানের ইনিংসের বদৌলতে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ছয় উইকেটে ৩০৪ রান করেছিল। কিন্তু ২০২৩ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড ওয়ানডে দলে ফিরে ‘কেন উইলিয়ামসন’ এই ফরম্যাটে ১৪তম শতক হাঁকিয়ে ফাইনালে তুললেন তার দলকে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ড মোকাবিলা করবে বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচিতে স্বাগতিক পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে জয়ী দলের।

সোমবার (১০ ফেব্রুয়ারি) লাহোরে তিন জাতি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেট এবং ৮ বল হাতে রেখে হারিয়েছে নিউজিল্যান্ড। ইউলিয়ামসনের মতো ডেভন কনওয়েও কিউই ওয়ানডে দলে ফিরে ৯৭ রানের ইনিংস খেলেন। উইলিয়ামসন ও কনওয়ে নিউজিল্যান্ডের হয়ে রেকর্ড ১৮৭ রানের জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 

২০২৩ বিশ্বকাপের পর কনওয়ে এই প্রথম পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেন। আর উইলিয়ামসন ২২ ইনিংসে এই প্রথম সেঞ্চুরি পেলেন।

সেই সঙ্গে নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটার হিসাবে ওডিআইতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন উইলিয়ামসন। এই কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় দ্রুততম ব্যাটার তিনি। উইলিয়ামসন ছাড়িয়ে গেলেন বিরাট কোহলিকে। সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করতে কোহলির লেগেছিল ১৬১ ইনিংস। উইলিয়ামসন ১৫৯ ইনিংসে সাত হাজার রান করলেন ওডিআইতে। 

টেস্ট ক্রিকেটে আগেই কোহলিকে টপকে এই গৌরব অর্জন করেছেন কিউই কিংবদন্তি। ১৫০ ইনিংসে ওয়ানডেতে সাত হাজার রান করে সবার উপরে রয়েছেন হাশিম আমলা।

AHA
আরও পড়ুন