সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পেয়েছিলেন পাঞ্জাব কিংসের পেসার লকি ফার্গুসন। ইনজুরির কারণে তাৎক্ষণিকভাবে মাঠ ছেড়েছিলেন এই পেসার। ২ দিন পর জানা গেল চোটের সর্বশেষ খবর।
চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন ফার্গুসন। আজ (সোমবার) বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের পেস বোলিং কোচ জেমস হোপস।
ফার্গুসনের চোটের খবর জানাতে গিয়ে হোপস বলেন, 'ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য বাইরে চলে গেছেন এবং টুর্নামেন্টের শেষের দিকে তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম বলেই আমি মনে করি। আমার ধারণা আঘাতটি বেশ গুরুতর।'
হ্যামস্ট্রিংয়ের চোটে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন না ফার্গুসন। সেই চোট কাটিয়ে খেলতে এসেছিলেন আইপিএলে। তবে এখানেও পুরো টুর্নামেন্ট খেলা হলো না তার।
চলতি আইপিএলে বল হাতে দারুণ পারফর্ম করছিলেন ফার্গুসন। এই মৌসুমে পঞ্জাবের হয়ে চার ম্যাচ খেলে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তার বদলি হিসেবে অস্ট্রেলিয়ান পেসার জেভিয়ার বার্টলেট অথবা আফগান আজমতউল্লাহ ওমরজাইকে একাদশে দেখা যেতে পারে।