লখনউয়ের একানা স্টেডিয়ামে দিল্লিকে হারিয়ে আইপিএলে অবশেষে জয় ফিরল চেন্নাই সুপার কিংসের ঘরে। পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখল মাহি ব্রিগেড। তবে ম্যাচ শেষে খুশির পাশাপাশি ক্ষোভও ঝরে পড়ল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কণ্ঠে।
ধোনি স্পষ্ট জানান, চিপকের মন্থর পিচই তাদের ধারাবাহিক ব্যর্থতার অন্যতম কারণ। “ভালো পিচে খেললে আমাদের ব্যাটাররা আরও আত্মবিশ্বাসী হতো,” বলেন তিনি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত চেন্নাই মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে ৭টির মধ্যে। ঘরের মাঠে একটিমাত্র জয়-চেন্নাইয়ের ইতিহাসে এমন দৃশ্য বিরল। এই অবস্থায় ধোনির এই মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।
ম্যাচে শেষ দিকে ১১ বলে ২৬ রানের ঝড় তোলেন ধোনি। তবে ম্যাচ সেরার পুরস্কার পেয়ে নিজেই অবাক তিনি। বলেন, “নুর আহমেদ দারুণ বল করেছে। আমার চেয়ে ওরই প্রাপ্য ছিল পুরস্কারটা।” তবুও এই পুরস্কার নতুন এক রেকর্ড গড়ে দেয় ধোনিকে—৪৩ বছর ২৮০ দিন বয়সে আইপিএলের সবচেয়ে প্রবীণ ম্যাচ সেরা তিনি। আগের রেকর্ড ছিল প্রবীণ তাম্বের, যিনি ৪২ বছর ২০৮ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেন।