ওয়ানডেতে ছন্দে না থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টিতে আরও পিছিয়ে। এবার টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে জ্যোতিদের আরও একটু পেছনে ঠেলে দিয়েছে আয়ারল্যান্ড।
গতকাল (শুক্রবার) মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে বার্ষিক হালনাগাদকৃত দলীয় র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে শীর্ষ আটে থাকা দলগুলোর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সেখানে ক্রমান্বয়ে অবস্থান করছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে শীর্ষ দশের শেষ দুটি অবস্থানে পরিবর্তন হয়েছে। নবম স্থানে থাকা বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে এবং তাদের স্থলাভিষিক্ত হয়েছে আইরিশরা।
বাংলাদেশের মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর র্যাঙ্কিংয়েও তাদের পিছিয়ে দিলো আয়ারল্যান্ড।
