ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিদায় বেলায় হৃদয়ছোঁয়া যাত্রার কথা শোনালেন কোহলি

আপডেট : ১২ মে ২০২৫, ০২:৩৯ পিএম

টেস্ট ক্রিকেটে ১৪ বছরের দীর্ঘ সফরের সমাপ্তি হল আজ। বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। পরিসংখ্যানের পাতায় তিনি কিংবদন্তি, কিন্তু বিদায়বেলায় তার নিজের কথাগুলো যেন সেই সব সংখ্যাকে ছাপিয়ে আরও গভীর কোনো গল্প বলে যায়-কৃতজ্ঞতা, আত্মউপলব্ধি আর এক হৃদয়ছোঁয়া যাত্রার কথা।

টেস্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে কোহলি লিখেছেন, ‘প্রথমবার টেস্ট ক্রিকেটে ব্যাগি নীল জার্সি পরেছিলাম ১৪ বছর আগে। এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, সত্যি বলতে কল্পনাও করিনি কখনও। এই ফরম্যাট আমাকে পরীক্ষা ফেলেছে, গড়েছে, আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারাজীবন বয়ে বেড়াব।’

পরিসংখ্যান বলছে, ১২৩টি টেস্টে ৯২৩০ রান করেছেন কোহলি। তিনি লিখেছেন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত-যেগুলো কেউ দেখে না। কিন্তু সেগুলিই আজীবন গেঁথে থাকে মনে।’

তিনি ভারতের ২৬৯তম টেস্ট ক্যাপধারী, শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থেকে বোর্ডের অনুরোধও ফিরিয়ে দেন। বিসিসিআই চেয়েছিল তিনি যেন আরেকটু সময় নেন, ভাবেন, কিন্তু কোহলি ঠিক করেছিলেন, এবার থামার সময়, ‘এখন যখন আমি এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি, এটি সহজ নয়। কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি। আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি- এই খেলাটার প্রতি, মাঠে আমার সঙ্গী হওয়া মানুষদের প্রতি, আর তাদের প্রতি যারা আমাকে এই পথচলায় সম্মান ও ভালোবাসা দিয়েছেন। আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সবসময়ই একটা হাসি ফুটে উঠবে।’

ক্যারিয়ারে ১২৩টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিরাট কোহলির নাম সোনার অক্ষরে লেখা থাকবে। টেস্টে ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতরান করে বহু ম্যাচ জিতিয়েছেন দলকে। তবু সব কিছুর শেষ আছে, আর এবার শেষ হলো কোহলির টেস্ট অধ্যায়।

আরও পড়ুন