শান্তর আঙুলে ফের চোট, দ্বিতীয় টেস্টে থাকা অনিশ্চিত!

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম

দ্বিতীয় টেস্টের আগেই অস্বস্তিতে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোট নতুন করে ভাবিয়ে তুলেছে টিম ম্যানেজমেন্টকে। সিরিজের প্রথম টেস্টে আঙুলে ব্যান্ডেজ নিয়েই মাঠে নামা শান্ত এবার দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে ফের চোটে পড়েছেন সেই একই জায়গায়।

কলম্বোতে পৌঁছানোর পর আজ সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম অনুশীলন সেশনেই ঘটে এ ঘটনা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর স্লিপে ক্যাচিং অনুশীলনে নামেন শান্ত। সেখানেই একটি বল সরাসরি লাগে তার আগেই ব্যথা পাওয়া আঙুলে। সঙ্গে সঙ্গেই থেমে যায় তার অনুশীলন। এরপর আর ব্যাটিং বা ফিল্ডিংয়ে অংশ নেননি তিনি।

বাংলাদেশ দলের অধিনায়কের এই চোট কতটা গুরুতর, তা এখনই নিশ্চিত নয়। তবে ম্যাচের আগ পর্যন্ত তার অবস্থা নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন দলের সংশ্লিষ্টরা।

প্রথম টেস্ট ড্র হলেও বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এমন সময়ে অধিনায়কের চোট দলের প্রস্তুতিতে ধাক্কা দিতে পারে। যদি শান্ত শেষ পর্যন্ত খেলতে না পারেন, তাহলে নেতৃত্ব নিয়ে ভাবতে হবে নতুন করে। একই সঙ্গে ব্যাটিং লাইনআপেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশ শিবির এখন শান্তর চোটের সর্বশেষ অবস্থা জানতে অপেক্ষায়। ২৫ জুন থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে যদি তিনি নামতে না পারেন, তবে সেটা হবে সফরের সবচেয়ে বড় ধাক্কা!