ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

যশস্বীকে নিয়ে বিতর্ক, শরফুদ্দৌলা সিদ্ধান্তে অটল!

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:৫০ পিএম

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলে এক নাটকীয় মুহূর্তে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়াল ও বাংলাদেশি অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। রিভিউ গ্রহণের সময়সীমা ঘিরে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের তীব্র আপত্তি টেস্ট ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে তোলে।

ভারতের দ্বিতীয় ইনিংসের সময় গতকাল জশ টাংয়ের এক ডেলিভারিতে জয়সোয়াল এলবিডব্লুর শিকার হন বলে মনে করেন অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা। সঙ্গে সঙ্গে আউটের সিগন্যাল দেন তিনি। জয়সোয়াল কিছুটা দ্বিধায় পড়ে সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে পরামর্শ করে শেষমেশ রিভিউ নেন।

ঠিক এই রিভিউ নেওয়ার মুহূর্তেই মাঠে ঢুকে পড়েন স্টোকস। তার অভিযোগ, রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত ১৫ সেকেন্ড সময় পার হয়ে গেছে। তবে আম্পায়ার শরফুদ্দৌলা স্পষ্ট জানিয়ে দেন, সময়ের মধ্যেই রিভিউ নেওয়া হয়েছে। ইংলিশ অধিনায়ক এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে কয়েক মুহূর্ত ধরে আম্পায়ারের সঙ্গে তর্ক চালিয়ে যান। পরবর্তীতে আরেক আম্পায়ার ক্রিস গাফানি এসে পরিস্থিতি সামাল দেন।

টিভি আম্পায়ার পল রাইফেল পরে রিভিউতে নিশ্চিত করেন, বল স্টাম্পে আঘাত করছিল-অর্থাৎ জয়সোয়াল আউটই ছিলেন। রিভিউ হারায় ভারত, আর শরফুদ্দৌলার সিদ্ধান্ত হয় যথার্থ।

শুধু এই ঘটনাতেই নয়, আগের ইনিংসেও আম্পায়ার হিসেবে যথার্থ ছিলেন শরফুদ্দৌলা। তখনও জয়সোয়ালের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন খারিজ করে দেন তিনি, যা রিভিউতেও বহাল থাকে। এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে মেলবোর্ন টেস্টে তৃতীয় আম্পায়ার হিসেবে জয়সোয়ালকে আউট দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এই বাংলাদেশি আম্পায়ার।

বর্তমানে চলমান ইংল্যান্ড-ভারত সিরিজে দুটি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এজবাস্টন টেস্টে এখন পর্যন্ত সাতটি রিভিউ নেওয়া হয়েছে, যার মধ্যে কেবল একটি সঠিক প্রমাণিত হয়েছে। বাকিগুলোয় মাঠের আম্পায়াররাই ঠিক ছিলেন।

এদিকে মাঠের লড়াইয়ে ভারত শক্ত অবস্থানে। প্রথম ইনিংসে বিশাল ৫৮৭ রান করার পর ইংল্যান্ডকে ৪০৭ রানে অলআউট করে দেয় তারা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারত তাদের লিড বাড়িয়ে নিয়েছে ২৪৪ রানে।

আরও পড়ুন