ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টেস্ট ইতিহাসে লজ্জার দিন, ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম

জ্যামাইকায় এক টেস্ট ম্যাচে যেন ঝড় বইল-সে ঝড় মিচেল স্টার্কের বল হাতেই। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে গতকাল মাত্র ২৭ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় ইনিংস।

এই লজ্জাজনক ব্যাটিং বিপর্যয়ে মূল ভূমিকা রেখেছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। স্টার্ক মাত্র ৯ রানে ৬ উইকেট তুলে নিয়ে গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড। ম্যাচটি ছিল তাঁর শততম টেস্ট, আর এই ঐতিহাসিক ম্যাচেই তিনি নিজের ৪০০তম উইকেটের মাইলফলকে পৌঁছান।

স্টার্ক মাত্র ১৫ বলে ফাইফার তুলে নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। এর আগে ১৯ বলে ফাইফার ছিল তিন জনের-আর্নে টোশাক (১৯৪৭), স্টুয়ার্ট ব্রড (২০১৫), এবং স্কট বোল্যান্ড (২০২১)।

শততম টেস্টে কোনো বোলারের সেরা বোলিং ফিগারের রেকর্ডটিও এখন স্টার্কের দখলে। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে মুত্তিয়া মুরালিধরনের ৬ উইকেটের রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি। স্টার্ক ছাড়াও দুর্দান্ত ছিলেন স্কট বোল্যান্ড। হ্যাটট্রিকসহ মাত্র ২ রানে ৩ উইকেট নেন তিনি। টেস্টে হ্যাটট্রিক করা দশম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে নাম লেখান বোল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৭ ব্যাটার শূন্য রানে আউট হন, যা এক ইনিংসে সর্বোচ্চ ডাকের রেকর্ড। টেস্টের ইতিহাসে এর আগে সর্বোচ্চ ৬ ব্যাটার ডাক মেরেছিলেন এক ইনিংসে। মাত্র ১৪.৩ ওভারে অলআউট হয় ক্যারিবীয়রা-টেস্ট ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম ইনিংস সমাপ্তি।

এর আগে ১৯৫৫ সালে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেই রেকর্ড এখনও সর্বনিম্ন, তবে ওয়েস্ট ইন্ডিজের এই ২৭ রানের ইনিংস দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো। নিজেদের আগের সর্বনিম্ন ছিল ৪৭ রান।

স্টার্ক এই ম্যাচে প্রথম ওভারেই ৩ উইকেট তুলে নিয়ে আরও একটি বিরল কীর্তি গড়েন। ২০০৬ সালে ইরফান পাঠানের পর তিনিই প্রথম বোলার যিনি টেস্টের প্রথম ওভারে এমন কীর্তি গড়লেন।

আরও পড়ুন