ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম

কয়েকদিন পরই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বড় কোনো চমক ছাড়াই আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক হিসেবে রয়েছেন আজিজুল হাকিম তামিম। আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার।

টাইগার যুবাদের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যেই বাংলাদেশে অবস্থান করছে আফগান যুবারা। ঢাকায় নেমে বিমানবন্দর থেকেই সরাসরি রাজশাহীতে গেছেন সফরকারীরা। দুদিনের অনুশীলন শেষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) শুরু হবে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি হবে ৩১ অক্টোবর। প্রথম দুইটি ম্যাচই হবে বগুড়ায়। এরপর দুই দল পাড়ি জমাবে রাজশাহীতে। সেখানে ৩, ৬ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসান, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, রাফি উজ্জামান রাফি, আবদুর রহিম, ইকবাল হোসাইন ইমন।

MH/SN
আরও পড়ুন