ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তারকা ক্রিকেটারের বাড়িতে বন্দুকধারীদের হামলা

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৪ এএম

পাকিস্তানের তারকা ক্রিকেটার নাসিম শাহের বাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলিবর্ষণ করেছে। খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির এলাকায় অবস্থিত তার বাড়ির গেটের দিকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন বন্দুকধারী গুলি চালায়। তবে হামলায় খেলোয়াড়ের পরিবারের কেউ আহত হননি বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে (রাত ১টা ৪৫ মিনিটের দিকে) খাইবার পাখতুনখোয়া প্রদেশের লোয়ার দির জেলার মায়ার এলাকায়।

পুলিশ জানায়, হামলাকারীরা নাসিম শাহের বাড়ির মূল গেটের দিকে একাধিক গুলি ছোড়ে। এতে গেটে বেশ কয়েকটি বুলেটের চিহ্ন পাওয়া গেছে। গুলিবর্ষণের পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর মায়ার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে নাসিম শাহের বাসার আশেপাশে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়; বরং জমি সংক্রান্ত বিরোধ বা স্থানীয় শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে।

নাসিম শাহের বাবা এ ঘটনায় লোয়ার দির জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) তৈমুর খানের সঙ্গে দেখা করেন। পুলিশ কর্মকর্তা তাকে দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

সূত্র- দ্য ডন

AHA
আরও পড়ুন