আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট জয়ের পর এখন বাংলাদেশের দৃষ্টি মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে। কিন্তু ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া এই টেস্টকে ঘিরে উত্তেজনার কেন্দ্রবিন্দু শুধু ফল নয়, এবার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যোগ হতে যাচ্ছে এক অনন্য মাইলফলক।
মুশফিকুর রহিম পা রাখতে যাচ্ছেন তার ক্যারিয়ারের শততম টেস্টে, যা এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার অর্জন করতে পারেননি। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলার রেকর্ড তার দখলেই, আর এবার সেই সংখ্যাটি তিন অঙ্কে নিয়ে যেতে আর মাত্র এক ম্যাচ বাকি।
মুশফিকের এই অর্জনকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আবেগ ও প্রত্যাশা। তবে শততম ম্যাচকে বিদায়ী ম্যাচ বানানোর মতো পরিকল্পনার ইঙ্গিত তিনি দেননি। টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছেন, চলতি বছর সমালোচনার মুখে ওয়ানডে ক্রিকেটও ছেড়েছেন, তবুও লাল বলের ক্রিকেটে নিজের পথচলা অব্যাহত রাখার ইচ্ছাই প্রকাশ করেছেন তিনি। তার সতীর্থরাও চান তিনি আরও দিন টেস্ট ক্রিকেটে অবদান রাখুন।
প্রথম টেস্ট শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, মুশফিকের এ মাইলফলককে ঘিরে দলের আলাদা প্রস্তুতি রয়েছে এবং তারা পুরো পাঁচ দিনকে স্মরণীয় করে তুলতে চান। শান্ত বলেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য এমন অর্জন এটাই প্রথম, তাই দলের দায়িত্ব হচ্ছে তাকে প্রাপ্য সম্মান দেওয়া। তার ভাষায়, এমন একজন ক্রিকেটারকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া অবশ্যই তাদের দায়িত্ব।
একইসঙ্গে শান্ত আশা প্রকাশ করেন যে এই শততম ম্যাচই যেন মুশফিকের শেষ না হয়, ‘আশা করব মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও যেন উনি আরও চালিয়ে যান।’
