ঢাকা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতীয় দলে তিন ফরম্যাটে তিন সহ-অধিনায়ক, নারী ক্রিকেটে রুবাবা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড়ধরনের পরিবর্তন আনলো তাদের প্রশাসনিক কাঠামো ও দলীয় নেতৃত্বে। জাতীয় দলের জন্য তিন ফরম্যাটে তিনজন সহ-অধিনায়ক নিয়োগের পাশাপাশি বিভিন্ন কমিটির দায়িত্বেও পুনর্বিন্যাস করা হয়েছে। টেস্ট দলে নাজমুল হোসেন শান্তের সহকারী হবেন মেহেদী হাসান মিরাজ, ওয়ানডেতে মিরাজের সহকারী হবেন শান্ত, আর টি-টোয়েন্টিতে লিটন দাসের সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সাইফ হাসান।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে গঠিত নতুন পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়। শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ পর্যন্ত টেস্ট দলের নেতৃত্ব দেবেন। মিরাজকে এক বছরের জন্য ওডিআই দলের অধিনায়ক করা হয়েছে, আর লিটন দাসকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হলো।

নারী ক্রিকেট উইংয়েও এসেছে পরিবর্তন। রুবাবা দৌলা নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন, আগের দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক রাজ এখন ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। রাজকে হাই-পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান করা হয়েছে, যেখানে তিনি খালেদ মাসুদকে জায়গায় থাকছেন। 

এখন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন খালেদ মাসুদ। বিসিবি জানিয়েছে, এই পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী ও কার্যকর হবে।

আরও পড়ুন