ঢাকা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুশফিকের শততম টেস্টে হামজার অভিনন্দন

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম

বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটসম্যান মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ উপলক্ষে দেশের ক্রীড়া অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে শুধু ক্রিকেটপ্রেমীরাই নয়, দেশের অন্য খেলাধুলার প্রতিনিধিরাও মুশফিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী একটি বিশেষ ভিডিও বার্তায় মুশফিককে দেশের অন্যতম কিংবদন্তি খেলোয়াড় হিসেবে অভিহিত করে অভিনন্দন জানিয়েছেন। 

ভিডিওতে হামজা বলেন, মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আপনার ১০০তম টেস্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।

হামজা আরও বলেন, এমন একজন তারকা ক্রীড়াবিদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করেন এবং আশা প্রকাশ করেন, মুশফিকের এই বিশেষ ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করবে।

বাংলাদেশের দুই প্রধান খেলা ক্রিকেট ও ফুটবলের এই পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন অনেকে। মুশফিকুর রহিমের শততম টেস্টে দেশের সকলের দোয়া ও প্রার্থনা একটাই, যেন তিনি আবারো চমকপ্রদ সেঞ্চুরি তুলে ধরেন এবং দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যান।

এই ম্যাচ নিয়ে সবার প্রত্যাশা ও উদ্দীপনা চোখে পড়ার মতো। যেখানে মুশফিকের এই মাইলফলক ক্রীড়াপ্রেমীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

AHA
আরও পড়ুন