বিশ্ব ফুটবলের ব্যক্তিগত অর্জনের অন্যতম সম্মানজনক স্বীকৃতি ফিফার ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডস প্রদান করা হবে আজ। ২০১৭ সাল থেকে নিয়মিত আয়োজিত এই অনুষ্ঠানে গত এক বছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কৃত করা হয় ফুটবলার ও কোচদের।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে বসছে এই জমকালো আসর। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে নারী ও পুরুষ মিলিয়ে মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
২০২৫ সালের পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ১১ জন। তবে মূল লড়াইটা হতে পারে ওসমান ডেম্বেলে ও লামিনে ইয়ামালের মধ্যে। গত সেপ্টেম্বরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে এই দুজন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হয়েছিলেন। এবার ফিফার মঞ্চেও তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই বিভাগে ক্লাব হিসেবে প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) দাপট বেশি। ডেম্বেলের পাশাপাশি পিএসজি থেকে মনোনয়ন পেয়েছেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনিয়া।
অন্যদিকে, নারী বিভাগে সেরা খেলোয়াড়ের জন্য লড়ছেন ১৭ জন। ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনা তারকা আইতানা বোনমাতি এই দৌড়ে অনেকটাই এগিয়ে। বার্সেলোনা থেকে মোট পাঁচজন নারী ফুটবলার মনোনয়ন পেয়েছেন।
ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বজুড়ে বিনামূল্যে সরাসরি দেখা যাবে ‘দ্য বেস্ট অ্যাওয়ার্ডস ২০২৫’। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে অনুষ্ঠানটি সম্প্রচার শুরু হবে।
চারটি ধাপে এই পুরস্কারের জন্য ভোট গ্রহণ করা হয়: ১) জাতীয় দলের অধিনায়ক, ২) জাতীয় দলের কোচ, ৩) নির্বাচিত ক্রীড়া সাংবাদিক ৪) অনলাইনে ভক্তদের ভোট। প্রতিটি গ্রুপের ভোটের গুরুত্ব সমান (২৫%)। ভোটাররা তাদের পছন্দের শীর্ষ তিনজনকে বেছে নেন, যেখানে পয়েন্ট যথাক্রমে ৫, ৩ ও ১।
মনোনয়নপ্রাপ্তদের তালিকা (পুরুষ):
ওসমান ডেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, কোল পামার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনিয়া ও লামিনে ইয়ামাল।
অনুষ্ঠানে সেরা গোলকিপার ও সেরা কোচের পাশাপাশি ঘোষণা করা হবে পুরুষদের সেরা গোলের জন্য ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’ এবং নারীদের সেরা গোলের জন্য ‘ফিফা মার্তা অ্যাওয়ার্ড’। এছাড়া বিশেষ জুরি বোর্ডের মাধ্যমে দেওয়া হবে ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’।
নেপালকে বিধ্বস্ত করে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
আইসিসির পোস্টারে নেই বাংলাদেশ ও পাকিস্তান, ক্ষুব্ধ সমর্থকরা