ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমবাপেকে পিএসজিতে রাখতে চান খেলাইফি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম

দুই বছর আগে কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে জল কম ঘোলা হয়নি। শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইতে  থেকেছেন। তবে প্যারিস ক্লাবটির সঙ্গে আগামী জুনে বিশ্বকাপ জয়ী এ তারকার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তখন তার অন্য কোনো ক্লাবে যোগ দিতে আর কোনো বাধা থাকবে না। তবে প্যারিস সেন্ত জার্মেইয়ের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি তাকে ছাড়তে চান না। আরএমসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিন এমন ইচ্ছা প্রকাশ করেছেন।

গত মঙ্গলবার আরএমসিকে দেওয়া এক সাক্ষাতকারে খেলাইফি বলেন, আগামী জুনে এমবাপের সঙ্গে প্যারিস সেন্ত জার্মেইয়ের চুক্তির মেয়াদ শেষ হবে। আমি চাই সে এখানেই থাকুক।

খেলাইফি এমবাপের প্রশংসা করে বলেন, সত্যি কথা বলতে কি আমি কিছুই লুকাতে চাই না। আমি চাই এমবাপে পিএসজিতে থাকুক। সে বিশ্বের সেরা খেলোয়াড়। তার জন্য পিএসজি সেরা ক্লাব। তাকে ঘিরেই আমাদের সব পরিকল্পনা হয়ে থাকে।

এদিকে একটা সূত্র জানিয়েছে, এমবাপে পরবর্তী গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুল। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এমবাপে কয়েক সপ্তাহ সময় নিতে পারেন।

পিএসজি অবশ্য এমবাপে ছাড়তে চায় না। ক্লাবের সর্বোচ্চ গোলদাতার সামনে এক বছরের চুক্তি বাড়ানোর একটা বিকল্প পথ ছিল। ইচ্ছা করলেই এক বছরের জন্য তিনি চুক্তি বাড়াতে পারেন। তবে সে পথে তিনি যাচ্ছে না। বরং অন্য ক্লাবের সঙ্গে আলোচনার পথটা তিনি খোলা রেখেছেন। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে। কিন্তু এমবাপের বিষয় নিয়ে তারা খুব একটা সময়ক্ষেপন করতে ইচ্ছুক নয়। যা হওয়ার তা দ্রুতই করতে চায়। কেননা এমবাপেকে নিয়ে তাদের ২০২২ সালের অভিজ্ঞতাটা মোটেও স্বস্তির নয়। সে সময় ব্যাপক আলোচনার পরও এমবাপে পিএসজিতে থেকে যায়।

IL
আরও পড়ুন