ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমবাপ্পের বিরুদ্ধে মামলা করলো পিএসজি

আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:০৪ পিএম

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্কের অবনতি এবার আইনি লড়াইয়ে রূপ নিয়েছে। ক্লাবের পক্ষ থেকে তাদের সাবেক তারকার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মানহানির মামলা। ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে প্রায় ৯ কোটি ৮০ লাখ ইউরো— বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১,২০০ কোটি টাকা।

গত মৌসুমের শেষে চুক্তির মেয়াদ শেষে পিএসজি ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। গ্রীষ্মকালীন দলবদলে তিনি যোগ দেন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে। কিন্তু ক্লাব ছাড়ার প্রক্রিয়াটি যে মসৃণ ছিল না, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল অনেক দিন ধরেই। এমবাপ্পের অভিযোগ, ক্লাব তাঁর প্রাপ্য বেতন ও বোনাসের একটি বড় অংশ এখনও পরিশোধ করেনি।

এমবাপ্পের দাবি করা সেই অর্থের পরিমাণ ৫ কোটি ৫০ লাখ ইউরো। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ক্লাবের একটি ব্যাংক অ্যাকাউন্টে সমপরিমাণ অর্থ সাময়িকভাবে আটকে রাখার নির্দেশ দেয়।

তবে এবার পাল্টা আঘাত হেনেছে পিএসজি। তারা আদালতের কাছে আবেদন করেছে যেন সেই অর্থ জব্দ রাখার আদেশ বাতিল করা হয়। 

পিএসজির দাবি— ক্লাবের সম্মানহানির জন্য এমবাপ্পেই দায়ী। যে কারণে তাঁর কাছ থেকেই ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে।

পিএসজির ভাষ্য অনুযায়ী, ক্লাবের ভাবমূর্তি, অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যক্রম ও পেশাদারিত্বকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করেছেন এমবাপ্পে। এর ফলে ক্লাবের স্পনসরশিপ, মিডিয়া রিলেশন ও ব্যবসায়িক লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে।

এই জটিল বিতর্কের নিষ্পত্তি হতে পারে আগামী ২৬ মে, যেদিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু পিএসজি আগেই পাল্টা মামলা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দুই পক্ষই এখন আইনি কৌশলে এগোচ্ছে।

এই মামলা নিয়ে কিলিয়ান এমবাপ্পে বা তাঁর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না এলেও, তাঁর আইনজীবী জানিয়েছেন— ‘আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী। ক্লায়েন্টের দাবির পক্ষে সবরকম প্রমাণ রয়েছে। এই মামলায় ভয় পাওয়ার কিছু নেই।’

Raj/AHA
আরও পড়ুন