মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপে। এরইমধ্যে জানিয়ে দিয়েছেন পিএসজিকে বিদায়। নতুন গন্তব্য এখনও পরিস্কার করে কেউ না বললেও সেটা একরকম জানা হয়ে গেছে সবার। সেই গন্তব্যটা হতে পারে রেকর্ড ১৪বার চ্যাম্পিয়নস লিগ জয়ী দল রিয়াল মাদ্রিদ। তবে পিএসজিকে বিদায় বলার আগেই ঠিকই শেষবারের মতো ফ্র্যান্সের সেরা ফুটবলারের মুকুট মাথায় পরেছেন এমবাপে। যা এ নিয়ে টানা পঞ্চমবার জিতলেন এমবাপে।
তুলুজের বিপক্ষে সবশেষ ৩-১ গোলে হারের ম্যাচে পিএসজিকে বিদায় জানিয়েছেন এমবাপে। দল হারলেও সেই ম্যাচে অবশ্য গোল পেয়েছেন এমবাপে। যা ছিল পিএসজির হয়ে করা এমবাপের শেষ গোল। যা লিগ ওয়ানে ২৯ ম্যাচ শেষে এমবাপের ২৭তম গোল। এর মধ্যে ৭টি গোলে সহায়তাও করেছেন এমবাপে। যা লিগের সর্বোচ্চ গোল।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলের জোনাথন ডেভিডের চেয়ে যেই সংখ্যাটা ৮ গোল বেশি। আর সব প্রতিযোগিতা এই হিসেবে আনলে এমবাপের গোল সংখ্যা ৪৪টি। যা তাকে আরও একবার করেছে ফ্র্যান্সের সেরা ফুটবলার।
২০১৮ সালে পিএসজিতে নাম লেখানোর পর এই সময়ে তিনবার হয়েছেন বর্ষসেরা ফুটবলার। ১০ বার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে তুলেছেন। সাতবার পিএসজিকে করেছেন ফ্র্যান্সের সেরা ক্লাব।
এমবাপেকে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হিসেবে পুরস্কৃত করার দিনে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমেরি। আর বর্ষসেরা গোলকিপার হয়েছেন একই দলের জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে প্রথমবারের মতো ক্লাবকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাইয়ে দিয়ে বর্ষসেরা কোচের পুরস্কারটি পেয়েছেন ব্রেস্তের এরিক রয়। ইউরোপা লিগ নিশ্চিত হয়েছে ব্রেস্তের।
