ইউরো চ্যাম্পিয়নশিপ

কোটি ডলার পাচ্ছে জর্জিয়া, স্পেনকে হারালে পাবে দুই কোটি

আপডেট : ২৮ জুন ২০২৪, ১০:৫৬ এএম

গ্রুপ পর্বে শিরোপা প্রত্যাশী পর্তুগালকে হারিয়ে চমক সৃষ্টি করেছে প্রথমবার ইউরোতে খেলতে আসা জর্জিয়া। তৈরি করেছে ইতিহাস। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটি অন্যতম এক অঘটন। শুধু তাই নয়, তারা শেষ ষোলোতে খেলাও নিশ্চিত করেছে। এ ঘটনায় খুশি হয়ে জর্জিয়া দলকে এক কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিদজিনা ইভানিশভিলি। জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইভানিশভিলি ব্যক্তিগতভাবে একজন ধনী ব্যবসায়ী।

নক আউট পর্বে জর্জিয়া স্পেনের মুখোমুখি হবে। ইভানিশভিলি জর্জিয়া দলকে এখনই দেবেন এক কোটি ডলার। আর স্পেনকে হারাতে পারলে পুরস্কারের পরিমাণটা দ্বিগুণ হবে বলে জানিয়েছেন তিনি।

পর্তুগালকে হারানো জর্জিয়ার জন্য এক স্বপ্নের ব্যাপার ছিল। জর্জিয়া শুধু পর্তুগালকে হারিয়েছে তা নয়, চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করে তারা গ্রুপের তৃতীয় দল হিসেবে নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে।

জর্জিয়া ইউরোতে র‌্যাংকিংয়ের সবচেয়ে নিচু সারির দল হিসেবে অংশ নিয়েছিল। ফুটবলের কোনো বড় ধরণের প্রতিযোগিতায় এটাই তাদের প্রথম অংশ গ্রহণ। আর শেষ ষোলোতে তারা শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে। আগামী ৩০ জুন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

HK/FI
আরও পড়ুন