লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে যা পেয়েছেন, কল্পনাতেও হয়তো কেউ এমনটা চিন্তা করতে পারবেন না। শিরোপা জয়ে সবাইকে টপকে গেছেন তিনি। একটা সময় তার সাফল্য ক্লাব ফুটবলে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন আর তা নয়, জাতীয় দলের হয়েও তার শিরোপা ঈর্ষনীয়। বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক সোনা- সবই জয় করেছেন। সব মিলিয়ে ক্যারিয়ারে তার শিরোপা সংখ্যা ৪৫। শিরোপা সংখ্যায় এখন তিনি সবার উপরে।
লিওনেল মেসি এতদিন ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেজের সঙ্গে সর্বাধিক শিরোপা জয়ের কীর্তিটা ভাগাভাগি করছিলেন। উভয়ের শিরোপা সংখ্যা ছিল ৪৪। এখন মেসি তাকে টপকে গেলেন।
২০০৫ সালে মেসি প্রথম শিরোপার দেখা পান। সে সময় জয় করেন জাতীয় দলের হয়ে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা। একই মৌসুমে তিনি বার্সেলোনার হয়ে লা লিগার ট্রফি জয় করেন। সেই থেকে শুরু। তারপর একে একে মেসি তার শিরোপা সংখ্যা সমৃদ্ধ করে চলেছেন। এ সময়ে বার্সেলোনার হয়ে দশবার লা লিগার শিরোপা, একই দলের হয়ে সাতবার কোপা দেল রে, সাতবার স্প্যানিশ সুপার কাপ, চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার উয়েফা সুপার কাপ, তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করেন। এরপর প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে তিনবার ফ্রেঞ্চ লিগ, একবার ট্রফি দা চ্যাম্পিয়ন্স, ইন্টার মায়ামির হয়ে একবার লিগ কাপ জয় করেন।
জাতীয় দলের হয়ে একবার ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ, একবার অলিম্পিক সোনা, দুইবার কোপা আমেরিকা, একবার ফিনালিসিমা ও একবার বিশ্বকাপ জয় করেন।
