ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অলিম্পিক ফুটবল

কোয়ার্টার ফাইনালে কার বিপক্ষে কে

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৯:০৮ এএম

প্যারিস অলিম্পিক পুরুষ ফুটবলে গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে স্বাগতিক ফ্রান্স ও যুক্তরাষ্ট্র, ‘বি’ গ্রুপ থেকে মরক্কো ও আর্জেন্টিনা, ‘সি’ গ্রুপ থেকে মিসর ও স্পেন এবং ‘ডি’ গ্রুপ থেকে প্যারাগুয়ে ও জাপান শেষ আটে উঠেছে।

আগামী ২ আগস্ট কোয়ার্টার ফাইনালের লড়াই। একই দিনে চারটি কোয়ার্টার ফাইনাল মাঠে গড়াবে, তবে ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে মরক্কো ও যুক্তরাষ্ট্র। মরক্কো 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন, যুক্তরাষ্ট্র ‘এ’ গ্রুপ রানার্স আপ।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে জাপান ও স্পেন। জাপান 'ডি' গ্রুপের চ্যাম্পিয়ন ও স্পেন ‘সি’ গ্রুপের রানার্স আপ

তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মিসর ও প্যারাগুয়ে। মিসর 'সি' গ্রুপের চ্যাম্পিন, প্যারাগুয়ে ‘ডি’ গ্রুপের রানার্স আপ

শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। এ ম্যাচে খেলবে স্বাগতিক ফ্রান্স ও আর্জেন্টিনা। ফ্রান্স ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও আর্জেন্টিনা 'বি' গ্রুপ রানার্স আপ।

কোয়ার্টার ফাইনাল তালিকা-

২ আগস্ট: মরক্কো-যুক্তরাষ্ট্র

২ আগস্ট: জাপান-স্পেন

২ আগস্ট: মিসর-প্যারাগুয়ে

২ আগস্ট: ফ্রান্স-আর্জেন্টিনা

AHA/SM
আরও পড়ুন