খেলার মাঠে দেরিতে আসায় ২৬ লাখ ডলার জরিমানা গুনতে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিকে। গত দুই মৌসুমে ২২ ম্যাচে মাঠে দেরিতে আসায় এই জরিমানা গুনতে হচ্ছে দলটিকে।
গত বুধবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ম্যানচেস্টার সিটি এই অভিযোগ মেনে নিয়েছে এবং তারা ক্ষমা প্রার্থনা করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, খেলোয়াড় ও কর্মকর্তাদের এ ব্যাপারে দায়িত্বশীল হওয়ার জন্য বলছে।
ম্যানচেস্টার সিটি সাধারণত খেলোয়াড় শুরু হওয়ার নির্ধারিত সময়ের পর যেমন মাঠে এসেছে। তেমনি কোনো কোনো বিরতির পর মাঠে আসতেও তারা দেরি করেছে। ২০২২-২৩ মৌসুমে বিরতির পর মাঠে আসতে তারা আট ম্যাচে দেরি করেছে। আর ২০২৩-২৪ মৌসুমে ১৪ ম্যাচে দেরি করেছে।
সবচেয়ে বেশি দেরি করেছে ২০২৪ সালের ১৯ মে অনুষ্ঠিত ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচে তারা নির্ধারিত সময়ের ২ মিনিট ৪৬ সেকেন্ড পর মাঠে নামে। ওই ম্যাচ তারা ৩-১ গোলে জয় পেয়েছিল। এ জয়ের মাঝ দিয়ে ম্যানসিটি টানা চতুর্থ লিগ শিরোপা জয় করে।
