গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল কার্ড পেয়ে কান্না ভেজা চোখে মাঠ ছেড়েছিলেন ব্রাজিল নারী ফুটবল দলের সদস্য মার্তা। অলিম্পিকে তো বটেই জাতীয় দলের হয়ে আর খেলা সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কিত ছিলেন। সতীর্থরা তার সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে তারা দলকে নিয়ে গেছেন সেমিফাইনালে। ফলে লাল কার্ডের বাধা পার হয়ে মার্তার সামনে এখন সেমিফাইনাল খেলার হাতছানি। ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল।
ব্রাজিলের পাশাপাশি অলিম্পিক নারী ফুটবলের সেমিফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র, স্পেন ও জার্মানি। যুক্তরাষ্ট্র ১-০ গোলে এশিয়ার দল জাপানকে হারিয়েছে। অন্যদিকে স্পেন ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে কলাম্বিয়াকে টাইব্রেকারে হারিয়েছে। টাইব্রেকারে জয় পেয়েছে জার্মানিও। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ম্যাচে তারাও টাইব্রেকারে জয় পেয়েছে।
সেমিফাইনালে ব্রাজিল স্পেনের এবং যুক্তরাষ্ট্র জার্মানির মুখোমুখি হবে। আগামী ৬ আগস্ট সেমিফাইনালে অনুষ্ঠিত হবে।
ছয়বারের বিশ্বসেরা খেলোয়াড় মার্তা গ্রুপে পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন। সে সময় ব্রাজিলের গ্রুপ পর্ব পার হওয়া নিয়ে একটা শঙ্কা ছিল। তাইতো আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা জানিয়ে দেওয়া মার্তা লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। তবে তিন ম্যাচের দুটোতে হারলেও ব্রাজিল তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলা সুযোগ পেয়েছিল। তারপর তারা এখন সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ৮২ মিনিটে ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি করেন গাবি পোর্টিলহো। আবার তারা সেই স্পেনকে পেয়েছে।
