ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জয়ে শেষ হলো রিয়াল প্রাক মৌসুম প্রস্তুতি

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৮:৪৪ এএম

জয় দিয়ে রিয়াল মাদ্রিদ প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করেছে। যুক্তরাষ্ট্র সফরে মঙ্গলবার (৬ আগস্ট) রাতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে তারা চেলসিকে ২-১ গোলে হারিয়েছে। লকুাস ভ্যানকুয়েজ ও ব্রাহিম দিয়াজ রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন। নোনি মাদুয়েকা চেলসির হয়ে ব্যবধান কমান।

নর্থ ক্যারোলিনার ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গী হননি কিলিয়ান এমবাপ্পে এবং জুডে বেলিংহাম। ইউরো চ্যাম্পিয়নশিপে ব্যস্ত সময় কাটানোর পর রিয়ালেন নতুন রিক্রুট এমবাপ্পে এখনো ছুটি কাটাচ্ছেন। গত মৌসুমে সময় পার পর বেলিংহামও ছুটিতে রয়েছেন।

দুই শীর্ষ তারকা বাইরে থাকলেও বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কোনো সমস্যা হয়নি। বরং ঘড়ির কাটা আধা ঘন্টা পার হওয়ার আগেই জয়ের কাজটা শেষ করে নেয় রিয়াল মাদ্রিদ। ১৯ ও ২৭ মিনিটে তারা গোল দুটো পায়। চেলসিও তাদের একমাত্র গোলটি পায় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল পায়নি।

আগামী ১৪ আগস্ট রিয়াল মাদ্রিদ এ মৌসুমে তাদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে। উয়েফা সুপার কাপে আটালান্টার মুখোমুখি হবে তারা। এদিকে চেলসি আরো একটা প্রীতি ম্যাচ খেলবে। আগামী ১১ আগস্ট এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তারপরেই শুরু হবে তাদের প্রিমিয়ার লিগ মিশন। এবারের মিশনের শুরুতেই বড় দলের মুখোমুখি হতে হচ্ছে তাদের। ১৮ আগস্ট তারা খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

AHA
আরও পড়ুন