অলিম্পিক ফুটবল

স্বাগতিক ফ্রান্সকে হতাশায় ডুবিয়ে স্পেনের স্বর্ণ জয়

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৮:৩৩ এএম

পাগলাটে এক ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক পুরুষ ফুটবলের স্বর্ণপদক জয় করেছে স্পেন। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ের জোড়া গোলে স্পেন ৫-৩ গোলে জয় পেয়েছে। অতিরিক্ত সময়ের দুটো গোলই করেন সার্জিও কামেলো।

শুক্রবার (৯ আগস্ট) অনুষ্ঠিত টানটান উত্তেজনার এই ফাইনালে নির্ধারিত সময়েই জয় পেতে পারতো স্পেন। ম্যাচের শুরুতেই তারা পিছিয়ে পড়লেও ফারমিন লোপেজের জোড়া গোলের সুবাদে তারা দ্রুত ম্যাচে ফিরে আসে। শুধু তাই নয়, ম্যাচ জয়ের কাজটা তারা আধা ঘণ্টার মধ্যে সেরে ফেলেছিল। ২৮ মিনিটের মধ্যে স্পেন ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল।

ম্যাচের একাদশ মিনিটে এঞ্জো মিলট গোল করে ফ্রান্সকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু বেশিক্ষণ তারা এ ব্যবধান ধরে রাখতে পারেনি। বরং লোপেজ ১৮ ও ২৫ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে নেন। অ্যালেক্স বায়েনার ২৮ মিনিটের গোল স্পেনকে ৩-১ গোলে এগিয়ে নিয়ে যায়। ম্যাচটা একতরফা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ম্যাচের নাটকীয়তা যে তখনো বাকি। তাইতো ৭৯ মিনিটে ফ্রান্স ব্যবধান কমিয়ে আনে। আর স্পেন যখন উৎসব করার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই জা ফিলিপে মাতেতা গোল করে খেলাকে অতিরিক্ত সময়ে নিয়ে যান। ৯৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।

সম্ভাবনা তৈরি হয় টাইব্রেকারে গড়ানোর। কিন্তু সে পথে হাঁটতেই চায়নি স্পেন। কামেলো ১০০ ও ১২১ মিনিটে গোল করে স্পেনকে অলিম্পিক সোনা এনে দেন।

AHA/FI
আরও পড়ুন