নেশনস লিগে জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছে হাঙ্গেরি। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচ স্বাগতিক জার্মানি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হাঙ্গেরিকে। জার্মানির বিশাল এ জয়ের ম্যাচের নায়ক ছিলেন জামাল মুসিয়ালা। গোল করেছেন একটি, তবে তিন গোলের রূপকার ছিলেন। অন্য গোলগুলো করেছেন নিকলাস ফোলক্রুগ, ফ্লোরিয়ান উইর্টজ, আলেকসান্দার পাভালোভিচ ও কাই হাভার্টজ।
নতুন প্রজন্মের জার্মানি ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে দল গঠন করে চলেছে। নিজেদের দেশে অনুষ্ঠিত ২০২২ সালের বিশ্বকাপে ভালো করতে না পারায় আগামী বিশ্বকাপকে তারা সামনে রাখছে। নতুন লক্ষ্য অর্জনে বয়স্কদের দল থেকে ছাঁটাই করেছে। থমাস মুলার, টনি ক্রুস আর ম্যানুয়েল নয়্যার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় এই কাজটা আরো সহজ হয়েছে। সাবেক অধিনায়ক ইলকে গুনডোগানও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন।
জার্মানি তাদের পাঁচ গোলের একটি পায় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে তারা একের পর এক গোল করেছে। তারা প্রথম গোল পায় ২৭ মিনিটে। নিকলাস ফোলক্রুগ ও জামাল মুসিয়ালার চমৎকার বোঝাপড়ার ফসল ছিল এটি। অবশ্য প্রথমার্ধে তাদের আরো একটি গোল পাওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য। কাই হাভার্টজের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
৫৮ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে জার্মানি দ্বিতীয় গোল পায়। এ গোলটি করেন জামাল মুসিয়ালা। আবার হাভাটর্জের শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ৬৬ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় স্বাগতিক দল। ফ্লোরিয়ান উইর্টজ করেন গোলটি। ম্যাচসেরা মুসিয়ালার পাসে আলেকসান্দার পাভলোভিচ দলের হয়ে চতুর্থ গোল করেন। ৮১ মিনিটে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লেখান কাই হাভার্টজ।
ম্যাচ শেষে ফুলক্রুগ বলেন, আজকের ম্যাচটা দেখার জন্য দারুণ উপভোগ্য ছিল। জামাল মুসিয়ালা দারুণ খেলেছে। তার সঙ্গে খেলাটা চমৎকার ব্যাপার।'
গ্রুপ পর্বে জার্মানি আগামী মঙ্গলবার এক কঠিন ম্যাচে মুখোুমখি হবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। গ্রুপের শেষ ম্যাচে তারা বসনিয়ার বিপক্ষে খেলবে।
