ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উয়েফা নেশনস লিগ

সুইজারল্যান্ডকে উড়িয়ে বড় জয় স্পেনের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ এএম

ম্যাচের বেশির ভাগ সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে স্পেনকে। ২০ মিনিটের সময় রবিন লে নরম্যাড লাল কার্ড দেখে বহিষ্কার হন। তা সত্ত্বেও উয়েফা নেশনস লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেতে কোনো সমস্যা হয়নি স্পেনের। ফ্যাবিয়ান রুইজের জোড়া গোলে রোববার (৮ সেপ্টেম্বর) রাতে অ্যাওয়ে ম্যাচে তারা ৪-১ গোলে জয় পেয়েছে। জোসেলু ও ফেরান টরেস করেছেন অন্য গোল দুটো।

জেনেভাতে বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে জয়ের মাঝে দিয়ে স্পেন প্রথম জয়ের মুখ দেখেছ। প্রথম ম্যাচে তারা পয়েন্ট হারিয়েছিল। ফলে দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। দুই ম্যাচে জয় নিয়ে ডেনমার্ক পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে। সুইজারল্যান্ড এখনো পয়েন্টের দেখা পায়নি।

২০২৪ সালের ইউরো জয়ী স্পেন প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল। ফলে এ ম্যাচের তাদের সামনে জয়ের বিকল্প ছিল না। সে কারণেই হয়তো তাদের গোলের তাড়া ছিল। সে সুবাদে একের পর এক গোল করেছে। নরম্যাড লাল কার্ড দেখে বের হওয়ার আগেই স্পেন জোড়া গোল পেয়েছিল। চতুর্থ মিনিটে জোসেলুর গোলের পর ১৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান ফ্যাবিয়ান রুইজ।

দুই গোলে এগিয়ে যাওয়ার সাত মিনিট পর নরম্যাড লাল কার্ড দেখেন। এতে করে সুইজারল্যান্ড ম্যাচে ফেরার সুযোগ পায়। একটা গোলও পরিশোধ করে। কিন্তু জয়ের নেশায় থাকা স্পেন তাদের জন্য আরো কঠিন হয়ে দেখা দেয়। শেষ সময়ে আক্রমণের এক ঝড় তোলে তারা। আর তাতেই আবার জোড়া গোল পায়। নিশ্চিত হয়ে যায় বড় জয়।

ম্যাচ শেষে সুইজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি বলেন, আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলতে পারিনি। প্রথমার্ধে আমরা তুলনামূলক ভালো খেলেছি। কাউন্টার অ্যাটাকে আমরা বিধ্বস্ত হয়েছি। যাহোক সব মিলিয়ে আমাদের খেলাটা মোটেও ভালো ছিল না।

AHA/FI
আরও পড়ুন