দুটো গোলই হয়েছে পেনাল্টি। একটা করেছেন ভিনিসিয়াস জুনিয়র, অন্যটি কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে পাওয়া দুই পেনাল্টি গোলের সুবাদে শনিবার (১৪ সেপ্টেম্বর) রিয়াল মাদ্রিদ ২-০ গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়েছে। লিগে পঞ্চম ম্যাচে এটা রিয়াল মাদ্রিদের তৃতীয় জয়। অন্য দুই ম্যাচে তারা ড্র করায় পাঁচ ম্যাচে শেষে তাদের পয়েন্ট ১১। পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট বেশি অর্থাৎ ১২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে। তারা অবশ্য খেলেছে চার ম্যাচ।
বাসকিউ কান্ট্রিতে অনুষ্ঠিত ম্যাচে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ম্যাচটা স্বাগতিক রিয়াল সোসিয়েদাদের জন্য হতাশার। সে সঙ্গে আফসোসেরও। একের পর এক আক্রমণ সাজিয়েছে সোসিয়েদাদ। তাদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে রিয়ালের গোলবার। একে একে তিনটি প্রচেষ্টা এই বারপোস্টে লেগে ফিরে এসেছে।
প্রথমার্ধেই দুইবার সোসিয়েদারের বল রিয়ালের পোস্টে লেগে ফিরেছে। দুইবারই হতাশায় মাথা আঁকড়ে ধরেছেন লুকা সুচিচ। একবার তো তার শটে ছিল বুলেটের গতি। এছাড়া একবার শেরাল্ডোর শট ক্রসবারে লেগে ফিরেছে।
এদিকে ধীরে ধীরে স্বমহিমায় ফিরছেন রিয়ালের এমবাপ্পে। সোসিয়েদারের সামনে মূল আতঙ্ক ছিলেন এই ফ্রেঞ্চ তারকা। এ ছাড়া অ্যান্তোনিও রুদিগার একবার রিয়ালকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরো তাকে গোল থেকে বঞ্চিত করেন।
রিয়াল মাদ্রিদ প্রথম গোল পায় ৫৮ মিনিটে। পেনাল্টি থেকে ভিনিসিয়াস জুনিয়ার এ গোলটি করেন। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এই দুই গোলেই লিগের তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
আগামী মঙ্গলবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে মাঠে নামবে। শিরোপা ধরে রাখার মিশনে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্টুটগার্ট।
