ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আল ইত্তিহাদের গোল উৎসব, বেনজামার হ্যাটট্রিক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ এএম

সৌদি প্রো লিগে উড়ছে করিম বেনজামার আল ইত্তিহাদ। লিগ লড়াইয়ে দলটি শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) তারা আল ওয়েহদাকে উড়িয়ে দিয়েছে। করিম বেনজামার হ্যাটট্রিকর সুবাদে তারা জয় পেয়েছে ৭-১ গোলে।

তিন ম্যাচে ইত্তিহাদের এটা তৃতীয় জয়। পয়েন্ট ৯। আরও দুই দল শতভাগ জয় নিয়ে এগিয়ে চলেছে। দল দুটো আল হিলাল ও আল ইত্তেফাক। উভয় দলের পয়েন্ট ৯। তবে এ ম্যাচের গোলের সংখ্যা সবাইকে টপকে গেছে ইত্তিহাদ।

ম্যাচের শুরুতে যেমন গোল করেছেন বেনজেমা, তেমনি ম্যাচের শেষেও। মাঝের সময়ও করেছেন এক গোল। দ্বিতীয় মিনিটে গোলের পর ৪৬ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। আর ৮৯ মিনিটে পান তৃতীয় গোলটি। এ ছাড়া স্কোরশিটে নাম লেখান হোসেম আউয়ার, ফ্যাবিনহো, ফাওয়াজ আল সাকুর ও সালেহ আল সেহরি।

আল ইত্তিহাদ ও আল হিলার সমান তালে এগিয়ে গেলেও পিছিয়ে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। দলটি তিন ম্যাচ থেকে সংগ্রহ করেছে মাত্র ৫ পয়েন্ট। তিন ম্যাচের মাত্র একটিতে জয় তাদের, দুই ম্যাচে ড্র।

AHA/FI
আরও পড়ুন