পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছেন । চুক্তি অনুযায়ী, ৪২ বছর বয়স পেরোলেও সৌদি ক্লাবটিতেই খেলবেন এই । বৃহস্পতিবার ক্লাবটি ঘোষণা করে, নতুন চুক্তির ফলে আরও দুই বছর আল নাসরে থাকছেন রোনালদো।
এরপর এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, "অবশ্যই আমাদের লিগ এখনো উন্নতির পথে, তবে আমি বিশ্বাস করি এই মুহূর্তে সৌদি প্রো লিগ বিশ্বের সেরা পাঁচ লিগের একটি। গত দুই বছরে আমরা যে উন্নতি দেখিয়েছি, সেটা অনেক কিছুই প্রমাণ করে।"
রোনালদোর ভাষ্য, "এই লিগ কতটা প্রতিযোগিতাপূর্ণ সেটা যারা কখনো সৌদি লিগে খেলেনি, তারাই বোঝে না। যারা বলে এটা বিশ্বের শীর্ষ লিগ নয়, তারা আসলে ফুটবল নিয়ে কিছুই বোঝে না। আমি ১০০% বিশ্বাস করি আমার কথায়। যারা এখানে খেলছে, তারাও জানে আমি ঠিকই বলছি।"
সৌদি আরবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন নিয়েও আশাবাদী রোনালদো। তিনি বলেন, "এই প্রকল্পের প্রতি আমার আস্থা রয়েছে- শুধু আগামী দুই বছর নয়, ২০৩৪ সাল পর্যন্ত। কারণ তখন সৌদি আরবে হবে বিশ্বকাপ। আমার বিশ্বাস, এটিই হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।"
২০২২ সালের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। যদিও এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি ক্লাবটির হয়ে। এবার সেই লক্ষ্য পূরণে আরও একবার চুক্তি নবায়ন করলেন তিনি। রোনালদো বলেন, "আমার লক্ষ্য সবসময়ই ছিল আল নাসরের হয়ে বড় কিছু জেতা। আমি বিশ্বাস করি, সেটা সম্ভব। এ কারণেই আরও দুই বছরের জন্য চুক্তি করেছি। আমি বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব।"
আল নাসরের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারে ৭৯৪ গোল এবং জাতীয় দলের হয়ে ১৩৮ গোল মিলিয়ে মোট ৯৩২ গোল করেছেন রোনালদো। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে চান তিনি।
