ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবলের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ সেপ্টেম্বর) তারা জার্মানিকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল খেলার পথে এক ধাপ এগিয়েছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে যুক্তরাষ্ট্র জয় পায়।
সেমিফাইনালে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে। অন্য সেমিফাইনালে জাপান ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে। উত্তর কোরিয়া ব্রাজিলকে হারিয়ে আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। একই দিনে জাপান স্পেনকে এবং নেদারল্যান্ড কলাম্বিয়াকে হারিয়ে সেমিফােইনালে উঠে আসে। আগামীকাল ১৮ সেপ্টেম্বর দুই সেমিফাইনাল মাঠে গড়াবে। ২২ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। আগের দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর টুর্নামেন্টের স্থান নির্ধারণী খেলা মাঠে গড়াবে।
যুক্তরাষ্ট্রের কাছে হারের ফলে ফিফা অনুর্ধ-২০ নারী বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফল দল জার্মানির বিদায় হয়েছে। এ দলটি তিনবার শিরোপা জয় করেছে। তবে ২০১৪ সালের পর আর শিরোপা দেখা পায়নি দলটি। অথচ আগের দশ বছরে তারা তিনবার শিরোপা জয় করে। যুক্তরাষ্ট্রেরও শিরোপার সংখ্যা তিন। তারাও দশ বছরে (২০০২, ২০০৮, ২০১২) তিনবার শিরোপা জয় করে। এরপর রয়েছে উত্তর কোরিয়া দুইবার, জাপান ও স্পেন একবার করে শিরোপা জয় করেছে।
