লা লিগায় শনিবার নিজেদের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ গোলের এক ঝড় বয়ে দেয়। সে ঝড়ে ৩২ মিনিটে চারবার এস্পানিওলের গোলরক্ষককে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়। ৪-১ গোলে জয় পায় তারা। দানি কারভাহাল, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে গোল করেছেন।
নিজেদের মাঠের খেলায় রিয়াল মাদ্রিদের একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু গোলের দেখা পাওয়া তাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছিল। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ৫৪ মিনিটে জোফরের নিচু এক ক্রস থিবু কর্তোয়ার পায়ে লেগে জালে ঢুকে পড়ে।
পিছিয়ে পড়ার পর সমতায় ফেরাতে মোটেও দেরি করেনি রিয়াল মাদ্রিদ। চার মিনিটে পরেই তারা সমতা ফেরায়। দানি কারভাহাল করেন গোলটি। তার এ গোলের পর রিয়াল মাদ্রিদ যেনো গোলের পথটা চিনে ফেলে। আর চেনা পথে নিত্য আসা যাওয়া করে। একে একে গোল করেন রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। মাত্র ১৫ মিনিটে শেষ তিন গোল করে তারা। শেষ গোলটি করেন এমবাপ্পে। পেনাল্টি থেকে করেন তিনি গোলটি। এ গোলের মাঝ দিয়ে এমবাপ্পে রিয়ালের হয়ে লিগে টানা তিন ম্যাচে গোল করেছেন। তিন ম্যাচে তার গোল চারটি। এর মাঝে তিন ম্যাচে তিনটি গোল করেছেন পেনাল্টিতে।
