উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে চেলসি। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে স্ট্যাম্পফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচে চেলসি ৩-২ গোলে জয় পেয়েছে।
বড় একটা ধাক্কা হজম করে চেলসিকে মাঠে নামতে হয়েছিল। যখন খেলা শুরু হবে ঠিক তখন চেলসি গোলরক্ষক হান্নাহ হাম্পটন অসুস্থতা বোধ করেন। ফলে খেলা শুরু হতে চার মিনিট দেরি হয়। তবে এই ধাক্কা সামলে উঠতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিক দল। মাত্র দ্বিতীয় মিনিটে তারা গোল করে এগিয়ে যায়। আধাঘন্টা পার হওয়ার আগেই আরো এক গোল পায় তারা। পেনাল্টি থেকে গোল করেন গুরো রেইটেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এর আগের ম্যাচেও রেইটেন গোল করেছিলেন।
বিরতির আগে রিয়াল মাদ্রিদ ব্যবধান কমিয়ে ২-১ করেছিল। ফলে তারা ম্যাচে ফেরার একটা স্বপ্ন বুনতে শুরু করেছিল। কিন্তু স্বপ্নটা দ্রুতই শেষ করে দেয় স্বাগতিক দল। মেরা রামিরাজের গোলে চেলসি ৩-২ গোলে এগিয়ে যায়। ম্যাচের শেষ সময়ে রিয়াল মাদ্রিদ গোল করে ব্যবধান কমায়।
এই হারের ফলে চেলসির বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়হীন থাকার সংখ্যাটা আরো বাড়লো। চেলসির বিপক্ষে এ নিয়ে পাঁচ ম্যাচ তারা জয়হীন। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ আলবার্তো টোরিল বলেন, আমার মনে হয় উভয় দলই ভালো করেছে। আমরা ভালো খেলেছি। আগের ম্যাচ থেকে এ ম্যাচে আমাদের পারফরম্যান্স ভালো ছিল।'
