ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নেশনস লিগ

ফন ডিকের লাল কার্ডের পরও ডাচদের ড্র

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:০৪ এএম

হাঙ্গেরির বিপক্ষে উয়েফা নেশনস লিগে বড় ধাক্কা থেকে রেহাই পেয়েছে নেদারল্যান্ডস। শুক্রবার (১১ অক্টোবর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। তা ছাড়া অধিনায়ক ভার্জিল ফন ডিক লাল কার্ড দেখেছেন।

অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খায় ডাচরা। ৩২ মিনিটে রোলান্ড সালাইয়ের গোলে হাঙ্গেরি এগিয়ে যায়। এই গোলের বোঝা নিয়ে ৭৯ মিনিটে ভার্জিল ফন ডিককে হারায় তারা। তবে ভাগ্যক্রমে চার মিনিট পর গোল পেয়ে হার এড়াতে সমর্থ হয় তারা। ডেনজেল ডামফ্রাইস গোল করে খেলা সমতায় আনেন।

ম্যাচে ডাচ দল একাধিক সুযোগ তৈরি করেছে। বরং তারা হারের শঙ্কায় ছিল। বিশেষ করে অধিনায়ক ভার্জিল ফন ডিকের লাল কার্ড বড় দুঃশ্চিন্তায় ঠেলে দিয়েছিল তাদের। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুইবার হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন তিনি। এর চার মিনিট পর কোডি গাকপোর ফ্রি কিক থেকে ডেনজেল ডামফ্রাইস হেড করে গোল করেন।

গ্রুপে জার্মানি তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নেদারল্যান্ডস ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। হাঙ্গেরির পয়েন্ট ২।

ম্যাচ শেষে ডেনজেল ডামফ্রাইস বলেন, হাঙ্গেরি আমাদের জন্য ম্যাচটি কঠিন করে তুলেছিল। যখন তারা এগিয়ে গিয়েছিল, তখন তাদের আরও রক্ষণাত্মক হবে এটাই ছিল স্বাভাবিক। যাহোক দ্বিতীয়ার্ধে আমরা ভালোভাবে ফিরেছি। ম্যাচের ফল ১-১ আমাদের জন্য যথেষ্ঠ ভালো হয়েছে।

ডেনজেল ডামফ্রাইস আরো বলেন, আমরা যেভাবে খেলেছি তা সত্যিই বিষ্ময়কর। খেলোয়াড়রা প্রশংসার দাবিদার। আমরা যেভাবে তাদের চেপে ধরেছিলাম তা অবশ্যই প্রশংসার যোগ্য।

ডাচদের বিপক্ষে অবশ্য হাঙ্গেরির রেকর্ডটা মোটেও স্বস্তিদায়ক নয়। এক গোলে এগিয়ে যাওয়ার পর তারা ডাচদের বিপক্ষে ৪০ বছরের মধ্যে প্রথম জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ না পেলেও টানা হারের হাত থেকে রেহাই পেয়েছে। টানা ৯ হারের পর তারা ড্র করেছে।

SN/FI
আরও পড়ুন