বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে দারুণ এক জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের মাঠে ৬-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে। দলের অধিনায়ক লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক। তার পাশাপাশি দুই গোলের রূপকার ছিলেন তিনি। অধিনায়কের এমন পারফরম্যান্স দারুণ উজ্জীবিত কোচ লিওনেল স্ক্যালোনি।
ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন স্ক্যালোনি। শুধু তাই নয়, তাকে দল থেকে ছাড়তেই চাইছেন না আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, শারীরিকভাবে যতদিন মেসি খেলতে সক্ষম ততদিনই তিনি তাকে দলে চান।
এক সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেন, যতদিন সে পারে আমি তাকে ততদিনই দলে চাই। কেননা তাকে খেলতে দেখাটাই আলাদা এক আনন্দের বিষয়। তাকে দলে পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। তাকে যতই দেখি ততই বিস্মিত হই।'
নিকোলাস পাজকে নিয়ে স্ক্যালোনি বলেন, সে দারুণ খেলেছে। সে দলের মধ্যে চমৎকার সেতু বন্ধন রচনা করেছে। খেলোয়াড় হিসেবে সে দারুণ। তাছাড়া খেলাটাও সে ভালো বোঝে।
বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। তাদের পরেই রয়েছে কলাম্বিয়া। তাদের পয়েন্ট ১৯।
