ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লা লিগা

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মহারণ আজ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১১:৩৭ এএম

লা লিগায় শনিবার এক আগুন ম্যাচ। স্বাভাবিকভাবে আগুন ম্যাচের দুই প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত একটায় সান্তিয়াগো বার্নাবুতে শুরু হবে ম্যাচটি।

রিয়াল মাদ্রিদের বহুল আকাঙ্খিত সংগ্রহ কিলিয়ান এমবাপ্পে প্রথমবারের মতো এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবেন। তবে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদের সমর্থকরা এমবাপ্পের তুলনায় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বেশি মাতামাতিতে ব্যস্ত। মাত্র কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেছেন এই ব্রাজিলিয়ান। ফলে ঘরের মাঠে বার্সেলানার বিপক্ষে তার উত্তাপ দেখতে উম্মুখ হয়ে আছে রিয়াল মাদ্রিদ সমর্থকরা।

চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক রিয়াল সমর্থকদের স্বস্তি দিতে পারে ঠিকই। তবে বার্সেলোনার স্বস্তিও কম নয়। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের স্বস্তি নিয়ে মাঠে নামবে তারা। বায়ার্নকে এক প্রকার উড়িয়ে দিয়েছিল তারা। সেই ধারাটা যে রবার্ট লেভানদোভস্কিরা ধরে রাখতে চাইবে এটাই স্বাভাবিক।

রিয়াল মাদ্রিদের কাছে আজকের এই ম্যাচটি বাঁচা মরা লড়াইয়ের মতো। কেননা পয়েন্ট টেবিলে বার্সেলোনা থেকে পিছিয়ে থেকে মাঠে নামছে তারা। বার্সেলোনা ১০ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচ ২৪ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে হলে তাদের সামনে জয় ছাড়া ভিন্ন কোনো পথ নেই। জয় পেলে বার্সেলোনার পাশে এসে বসার সুযোগ পাবে। আর হালেও বার্সেলোনা স্বস্তির হাসিটা যে চওড়া হবে তাতে কোনো সন্দেহ নেই।

MB/FI
আরও পড়ুন